ঢাকা উত্তরে ফের নির্বাচন চেয়ে ট্রাইব্যুনালে তাবিথ

0

ঢাকা উত্তর সিটি করপোরেশনে পুনরায় নির্বাচন দেওয়ার জন্য নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন দাখিল করেছেন বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

আবেদনে ভোটগ্রহণের অনিয়ম উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং বিজয়ী মেয়র আতিকুল ইসলামসহ আটজনকে বিবাদী করা হয়েছে।

আবেদনটি ট্রাইব্যুনালে প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন তাবিথ আউয়ালের আইনজীবী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

তিনি বলেন, গতকাল (রবিবার) দরখাস্ত দাখিল করা হলে সেটি গ্রহণ না হওয়ায় আজ (সোমবার) সকালে আবারও দরখাস্ত দাখিল করতে তাবিথ আউয়াল নির্বাচনী ট্রাইব্যুনালে হাজির হন।

গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রতীক নিয়ে ঢাকা উত্তর সিটিতে প্রার্থী মো. আতিকুল ইসলাম ও দক্ষিণে শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। গত বৃহস্পতিবার তারা শপথ নেন।

তবে স্বল্প ভোটার উপস্থিতির এই নির্বাচনে ভয়াবহ রকমের কারচুপি, জালিয়াতি ও জবরদস্তির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি। একই সঙ্গে প্রতিবাদে ২ ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছিল দলটি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com