বিএনপির আওয়ামী লীগের মামলা হামলাকে ভয় করেনা: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে। দেশে টেন্ডারবাজি ক্যাসিনোর মাধ্যমে জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করেছে। সর্বত্র চলছে দুর্নীতি ও লুটতরাজ। সারা দেশে বিএনপির নেতাকর্মীদের হামলা ও মামলার মাধ্যমে আতংকে রাখার চেষ্টা করছে। কিন্তু নেতাকর্মীরা আওয়ামী লীগের মামলা হামলাকে ভয় করেনা। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী একটি সুসংগঠিত দল যা আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী। অপর পক্ষে আওয়ামী লীগ একটি ভিতু ও অগণতান্ত্রিক দল। গতকাল হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতন আন্দোলন নোয়াখালীর হাতিয়া থেকেই শুরু হবে। বিএনপির আন্দোলন দেশকে পরিবর্তন করতে পারবে। কারণ সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, সময় থাকতে পরিবর্তন হয়ে যান। জেনারেল এরশাদ ও স্বৈরতন্ত্রের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ছিল। কিন্তু একদিন তাকেও ক্ষমতা থেকে সরে যেতে হয়েছিল। ঠিক তেমনি ভাবে বর্তমান সরকারের ও পতন হবে। আর এ পতন এখন সময়ের ব্যপার। নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও আজীম গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের সভাপতিত্বে ও মাসউদুর রহমান বাবরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহ জাহান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ হারুন, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি ও জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন প্রমুখ নেতৃবৃন্দ।