সর্বত্র দুর্নীতি ও লুটপাট চলছে : আমির খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে। দেশে টেন্ডারবাজি ক্যাসিনোর মাধ্যমে জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করেছে। সর্বত্র চলছে দুর্নীতি ও লুটপাট। তিনি গতকাল শনিবার নোয়াখালীর হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২০ উপলক্ষে আয়োজিত জনসভায় এসব কথা বলেন। নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের সভাপতিত্বে ও মাসউদুর রহমান বাবরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহ জাহান, চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুররহমান, উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ ফজলুল হক খোকন, যুগ্ন-আহবায়ক খন্দকার মো. আবুল কালাম, মন্জুরুল আজিম সুমন, নুরুল আমিন খান প্রমুখ।