‘জনগণ ও রাজনৈতিক দলগুলোকে জিম্মি রেখেছে সরকার’
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বর্তমান সরকার প্রশাসনের মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলোকে জিম্মি করে রেখেছে। গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। যিনি গণতন্ত্রের কথা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে কারাগারে রাখা হয়েছে। তাঁর জামিন দেয়া হচ্ছে না। মিছিল মিটিং করতে দেয়া হচ্ছে না। বিচার বিভাগ তাদের মতো করে কাজ করতে পারছেনা করেনা উল্লেখ করে বিএনপি’র এ নেতা এখানে আইনের শাসন নেই বলেও মন্তব্য করেন।
প্রশাসনিক বাধা উপেক্ষা করে দলীয় নেত্রীর মুক্তির আন্দোলনে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এ্যানি।
জাতীয় শ্রমিকদল জেলা শাখার আয়োজনে শনিবার (২৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা বিএনপির কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম চুট্টোর স্বরণে আয়োজিত এ সভায় জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট শামছুল ইসলাম, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ছাত্রদল সভাপতি ইব্রাহীম, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ প্রমুখ।