জনগণকে দমিয়ে রেখে রাষ্ট্র চালাতে চায় আ.লীগ

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন না হওয়ার প্রতিবাদে ডাকা বিক্ষোভ সমাবেশ করতে না পেরে ক্ষোভ প্রকাশ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে দমিয়ে রেখে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করতে চায়। গতকাল শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি ছিল বিএনপির।

বিক্ষোভ সমাবেশে অংশ নিতে বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে যান বিএনপি মহাসচিব। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কার্যালয় ঘিরে অবস্থান করছিলেন। বিএনপি মহাসচিব পুলিশকে ফটক ছেড়ে যেতে বলার

পর তারা একটু দূরে সরে যায়। এরপর কার্যালয়ে প্রবেশ করেন মির্জা ফখরুল। সাংবাদিকদের সঙ্গে কথা বলে দুপুর ২টার দিকে কার্যালয় ছেড়ে যান তিনি। এর আগে সংবাদ সম্মেলন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘এই স্বৈরতান্ত্রিক ও জনগণের ম্যান্ডেটবিহীন সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে। তারই ধারাবাহিকতায় তারা সমাবেশ করতে দিচ্ছে না, র‌্যালি করতে অনুমতি দেয় না। এটা এখন একটি গতানুগতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জনগণকে দমিয়ে রেখে এরা রাষ্ট্র পরিচালনা করতে চায়।’ তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত অসুস্থ, তারপরও তাকে জামিন দেওয়া হচ্ছে না। ষড়যন্ত্রমূলকভাবে দেওয়া হচ্ছে না। আমরা চেষ্টা করছি, জনগণকে সংগঠিত করে দেশনেত্রীকে ফিরিয়ে আনবার জন্য।’

পুলিশের অনুমতি না পেলেও সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। ঘোষণার বিষয়টি স্মরণ করিয়ে দিলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা চেষ্টা করছি আমাদের পক্ষে যতটুকু সম্ভব করার, স্পেসগুলোকে নিয়ে চেষ্টা করছি।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com