মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজনীতিক ঐক্যে চান মান্না

0

গ্যাস, পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজনীতিক দল ও নাগরিক সমাজকে বৃহত্তর ঐক্যের ভিত্তিতে রাজপথে নেমে আসার অনুরোধ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানান তিনি।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, পানির দাম বাড়ানো যাবে না, গ্যাসের দাম, বিদ্যুতের দাম কমাতে হবে আর এগুলো যদি না পারেন তাহলে ক্ষমতায় থাকা যাবে না।

মান্না বলেন, এখন পর্যন্ত আমরা সরকারের কাছে অনুরোধ করি, নিবেদন করি। আমাদের দাবি, আমরা যত অন্যায়-অত্যাচারের কথা বলেছি, ভোটের অধিকারের কথা বলেছি এ গুলো মানতে হবে। আর যদি না মানা হয় আমরা জনগণের ঐক্যের মধ্যদিয়ে বৃহত্তর আন্দোলনে যাবো।

তিনি বলেন, এমনিতেই আপনাদের ক্ষমতায় থাকার অধিকার নাই। কারণ, আপনারা জনগণের ভোটে ক্ষমতায় আসেন নাই। জোর করে ক্ষমতায় আছেন। এখন যদি কথা এটা থাকে জোর করে ক্ষমতায় থাকবেন তাহলে তো জনগন বলতে বাধ্য জনতার জোর আপনাদের চাইতে বেশী। এ বল আমরাও প্রয়োগ করতে জানি এবং প্রয়োজনে তাই করতে হবে।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আজকের এই মানবব্ন্ধনের মাধ্যমে সকল রাজনীতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছি প্রতিবাদ করার। রাজনীতিক দল গুলো যদি না আসে তাহলে নাগরিক সমাজের কাছে আমার আহ্বান। বিবেক বান মানুষ মনে করেন আজকের এই পরিস্থিতি পরিবর্তন দরকার। তাদের প্রত্যাকের গণতন্ত্রের সুন্দর জীবনের আন্দোলনে আপনাদের সাথে থাকবো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com