আগামী সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি)-কে কারিগরি সহায়তা দেবে জাতিসংঘ।
রবিবার (৫ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে জাতিসংঘের ঢাকায় আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এ ঘোষণা দেন।
এর আগে তিনি বিএনপির নেতাদের সঙ্গে নির্বাচন, গণতন্ত্র ও দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এতে জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে। তিনি সকল দলের নির্বাচনে অংশগ্রহণের আশা ব্যক্ত করেন।