চসিকের ভোটের তারিখ পরিবর্তন চান শাহাদাত

0

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ও নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘২৯ মার্চ ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে। ২৬ মার্চ থেকে ৪ দিন সরকারিভাবে বন্ধের দিন। টানা ছুটি পেয়ে ভোটারেরা শহর ছেড়ে গ্রামের বাড়িতে চলে যেতে পারে। তাহলে ভোটের দিন ভোটার উপস্থিতি কম হবে। তাই ২৯ মার্চের বদলে ২ দিন পিছিয়ে ৩১ মার্চ ভোটের তারিখ নির্ধারণ করলে সাধারণ ভোটারেরা ভোট দিতে পারবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দেয়ার পর সাংবাদিকেদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন।

বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব- নির্বাচন কমিশনকে এ অধিকার নিশ্চিত করতে হবে। ইভিএমের ভোটের পদ্ধতিতে ব্যালট প্যানেল এবং অপারেটিং প্যানেলের সুরক্ষা দিতে হবে। সেখানে যাতে কোন ধরনের দলীয় সন্ত্রাসীরা বসে জনগণের ভোটাধিকার হরণ করতে না পারে। তাই প্রতিটা ভোট কেন্দ্র একজন সেনাবাহিনীর এপ্রোণ অফিসার নিয়োগ দিলে পুলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত হবে। তাহলেই জনগণ ভোট কেন্দ্রমূখী হবে।’

তিনি বলেন, ‘সুষ্ঠু ভোটের জন্য ইসি ও প্রশাসনের নিরপেক্ষতার জন্য সবাইকে সোচ্চার হতে হবে। আওয়ামী লীগের জন্য এক আইন, বিএনপির জন্য এক আইন- এটা চলতে পারে না। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে এনআইডি কার্ড দেখে দেখে ভোটারদের ঢুকাতে হবে। যাতে ব্যালট প্যানেলে বহিরাগত সন্ত্রাসীরা বসে জোর করে ভোট দিতে না পারে। পুলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দিতে না পারে।’

ডা. শাহাদাত বলেন, ‘আমি চট্টগ্রামকে সুন্দর, নান্দনিক, স্মার্ট, গ্রিন, হেলদি সিটি এবং পর্যটন নগরী করার জন্য দীর্ঘদিনের আশা নিয়ে মেয়র নির্বাচনে অংশ নিয়েছি। আশা করছি চট্টগ্রামবাসি আমাকে বিপুল ভোটে জয়ী করবে।’

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান ও নগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, জয়নাল আবেদীন জিয়া, ইকবাল চৌধুরী ও জাহিদুল করিম কচি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com