পাপিয়াকে গ্রেফতার করতে প্রধানমন্ত্রীকে নির্দেশ দিতে হবে কেন?: মান্না

0

সুন্দরি তরুণীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসা, চাঁদাবাজি, জাল নোট সরবরাহ, অর্থ পাচারসহ নানা অপরাধের সঙ্গে জড়িত সদ্য বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়া ওরফে পিউকে গ্রেফতার করতে কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দিতে হবে? এমন প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী সংগ্রামী দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় মান্না এ প্রশ্ন তুলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন- পাপিয়াকে গ্রেফতার করতে নাকি প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। পাপিয়াকে প্রেফতার করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিতে হবে কেন? পাপিয়া একটি জেলার সাধারণ সম্পাদক। এ ধরনের একটি পদে কেন্দ্রীয় নেতারা কী না জেনে শুনে নির্বাচিত করেছে? দায়িত্ব দেয়ার আগে কী খোঁজ খবর নেন না? যদি এমন হয় যখন দায়িত্ব দিয়েছিল তখন তিনি এমন ছিলেন না, তাহলে বুঝতে হবে সাধারণ সম্পাদক হওয়ার পর তিনি নষ্ট হয়েছেন।’

তিনি বলেন, ‘একটা দল কত খারাপ হতে পারে; যে দলের দায়িত্ব পেলে সে ইয়াবা খোর হয়, ক্যাসিনো চালায়, হামলা করে। ওরা মহিলা গুন্ডা। এরকম আগে দেশে ছিল না।’

মান্না আরও বলেন, ‘পুরান ঢাকায় দুই ভাইয়ের বাড়িতে একটি ব্যক্তিগত ব্যাংক পাওয়া গেছে; তাদের নামে কী মামলা হয়েছে? এতদিন তাদের ধরা হলো না কেন? এই সংক্রান্ত আমরা কিছু জানতে পারলাম না। অন্যদিকে মাত্র দুই কোটি টাকার জন্যে অভিযোগ গঠন, মামলা এবং সাজা হলো খালেদা জিয়ার। এটা কোনো মামলা-ই না । এই মামলার প্রতিবাদ করতে হলে আগলাতলা ষড়যন্ত্র মামলার মত প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওই রকম প্রতিবাদ করতে হবে। ‘

সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দন আহমেদ, শামসুজ্জামান দুদু প্রমুখ। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com