বেগম খালেদা জিয়া মুক্তি আন্দোলন রাজধানীতে বিক্ষোভ মিছিল

0

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদন প্রত্যাখানের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকালে বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের নেতৃত্বে এই মিছিল করে তারা। মিছিলটি রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় থেকে শুরু হয়ে দোলাইখাল গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.