অল্পের জন্য বেঁচে গেলেন জয়নুল আবেদিন ফারুক

0

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এই দুর্ঘটনা ঘটে। এতে তিনি ও তার সফরসঙ্গীরা অক্ষত আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে একটি প্রাইভেটকার পেছন দিক থেকে জয়নুল আবেদিন ফারুকের গাড়িকে ধাক্কা দেয়। এতে তার গাড়ির ব্যাপক ক্ষতি হয় এবং মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

ঘটনার পর জয়নুল আবেদিন ফারুক নিজেই সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি সম্পূর্ণ সুস্থ আছি। সিদ্ধিরগঞ্জে একটি রেন্ট-এ-কারের গাড়ি পেছন থেকে আমার গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও আমি অক্ষত আছি।’ তিনি এই ঘটনাকে ‘সন্দেহজনক ও পরিকল্পিত’ বলে মনে করছেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.