মোদিকে ‘বয়কটের’ আহ্বান ছাত্র ইউনিয়নের

0

ভারতের দিল্লিতে হত্যা, মসজিদে সাম্প্রদায়িক হামলা ও ধর্মীয় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংসদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

সমাবেশে বক্তারা উত্তর-পূর্ব দিল্লির শাহীনবাগে নাগরিকত্ব আইনের প্রতিবাদকারীদের প্রতি ধর্মীয় সহিংসতার তীব্র নিন্দা জানান। পাশাপাশি মুজিব বর্ষ উপলক্ষে ঢাকায় মোদির আগমনের বিরোধিতা করেন।

বিক্ষোভ মিছিলটি দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে এক সমাবেশে মিলিত হয়।  

সাংগঠনিক সম্পাদক মো. রকিবুল হাসান রবিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মোসাদ্দেক হোসেন শাওন এবং সভাপতিত্ব করেন অনন্য ঈদ-ই-আমিন।এ সময় বক্তারা বলেন ভারতে এনআরসি, সিএএ, এনপিআরকে কেন্দ্র করে দিল্লিতে শান্তিপূর্ণ আন্দলনকারীদের ওপর হামলা ও হত্যার পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। ভারত-যুক্তরাষ্ট্র সামরিক চুক্তিকে আড়াল করতে ও ভোটের রাজনীতিতে টিকে থাকতে এ হামলা চালান হচ্ছে।

বক্তারা ভারতের অসাম্প্রদায়িক চরিত্র ‘হরণকারী’ বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির সমালোচনা করেন।

বক্তারা অবিলম্বে ভারতে এই সাম্প্রদায়িকতা বন্ধের আহ্বান জানান এবং মুজিব বর্ষে বাংলাদেশে নরেন্দ্র মোদিকে বয়কটের আহ্বান জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com