ফ্যাসিস্টমুক্ত দেশে প্রতিটি জাতি-গোষ্ঠীর মৌলিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে: তারেক রহমান

0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে নির্যাতন সহ্য করে নিজেদের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ফ্যাসিস্ট, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে প্রতিটি জাতিগোষ্ঠীর মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ সামনে এসেছে।’

শনিবার (৩০ আগস্ট) বিকালে ময়মনসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতি-গোষ্ঠী দলের প্রতিনিধি সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বক্তব্যে তারেক রহমান আরও বলেন, ‘রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফায় দল-মত-জাতি-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার সংবিধান প্রদত্ত নাগরিক অধিকার বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.