ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতেই নির্বাচন, কেউ তা ঠেকাতে পারবে না: ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, কেউ তা ঠেকাতে পারবে না।
শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ফারুক বলেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজও দেশের বিরোধিতা করছে।
তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদের দোসররা দেশে অস্থিতিশীলতা তৈরি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা ছিল দ্রুত একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে, যাতে গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরে আসে। কিন্তু আমরা আজ তার উল্টোটা দেখছি।