ফজলুর রহমানের বক্তব্যে দল বিব্রত বলেই তাকে শোকজ করা হয়েছে: প্রিন্স

0

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, যে যাই হোক, যত বড় নেতাই হোক, দলের বাইরে গিয়ে তার ব্যক্তিগত বক্তব্য বা অবস্থানের দায়ভার দল মেনে নেবে না। অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্যে দল বিব্রত বলেই তাকে শোকজ করা হয়েছে। তিনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ত্যাগী ও সংগ্রামী মানুষ, তাকে আমরা সম্মান করি। কিন্তু তিনি যেটা বলছেন সেটা তার ব্যক্তিগত মত। দল করতে গেলে সব ব্যক্তিগত বক্তব্য প্রকাশ্যে আনা যায় না।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশ সফল করতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই জাতি গোষ্ঠীর জায়গা-জমি দখল করা হয়েছে। নানাভাবে নির্যাতন করা হয়েছে। তাদের রাজনৈতিক এবং সামাজিকভাবে সামনে আসতে দেওয়া হয়নি, তাদের পিছিয়ে রাখা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের মাধ্যমে দেশের সব জাতিগোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়কে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কোনো জাতি কেবল ভাষা বা ধর্মের ভিত্তিতে টিকে থাকতে পারে না। তাই জিয়াউর রহমান বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী সব জনগোষ্ঠীর সম্মিলিত পরিচয় প্রতিষ্ঠা করেছিলেন। এই জাতি গোষ্ঠীর রাজনৈতিক, সামাজিক ও সাংবিধানিক অধিকারসহ সব ধরণের সুযোগ-সুবিধা অবশ্যই রাষ্ট্রকে দেখতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.