খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইবিতে রিকশা-ভ্যানচালকদের মাঝে রেইনকোট বিতরণ

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনায় রেইনকোট বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ।

সোমবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসের বাংলা মঞ্চে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন রিকশা ও ভ্যানচালকের মাঝে রেইনকোট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। সম্মানীয় অতিথি ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.