জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার পরিকল্পনা করছেন তারেক রহমান: এ্যানি
তারেক রহমান আগামি নির্বাচনের পর জনগণের সমর্থন নিয়ে বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার প্ল্যান তৈরি করছেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
রোববার (২৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জিয়াউর রহমানের স্বপ্ন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত ধীরে ধীরে এ প্ল্যানগুলোকে তারেক রহমান লন্ডনে বসে একটা উন্নত বিশ্বের প্ল্যানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে আমাদের মাঝে আসছেন। আমরা তার অপেক্ষায় রয়েছি। এখনো কিছু মামলা জটিলতা রয়েছে। খুব একটা সমস্যা আসার ক্ষেত্রে নেই। নভেম্বরের মধ্যে আমরা তাকে কাছাকাছি দেখতে পারবো, ইনশাআল্লাহ।
এ্যানি বলেছেন, রাজনীতি করছি সম্মান এবং সেবাকে অগ্রাধিকার দিয়ে। রাজনীতি করতে গেলে ত্যাগ শিকার করতে হয়, ত্যাগ শিকার করতে হবে। পকেটস্থ করার জন্য কেউ যদি রাজনীতি করতে চাইলে বিএনপি থেকে বিদায় নিতে হবে। তারেক রহমান কিন্তু এবার খুব কঠোর।