জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ দলগুলোর রাজনীতিতে কোনো ভবিষ্যৎ নেই: খসরু
গণঅভ্যুত্থানের পর মানুষের আকাঙ্ক্ষা অনেক বেড়ে গেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে দল জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হবে; সেই দলের আগামী দিনের রাজনীতিতে কোনো ভবিষ্যৎ থাকবে না।
আমীর খসরু বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনজগতে যে পরিবর্তন হয়েছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে প্রত্যাশা জেগেছে, তা কোনো রাজনৈতিক দল বুঝতে ব্যর্থ হলে সেই দলের জন্য বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে কোনো জায়গা হবে না। এটা নতুন বাংলাদেশ। মানুষের আকাঙ্ক্ষার জায়গাটা অনেক বেড়ে গেছে। যে দল এটা বুঝবে না, সেই দলের কোনো ভবিষ্যৎ নাই।
গতকাল শনিবার (২৩ আগস্ট) ডিআরইউতে ফ্যাসিস্ট আমলের গণমাধ্যম, বর্তমান অবস্থা : জনগণের প্রত্যাশা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করলে হবে না। রাজনীতির সাথে অর্থনীতিকেও গণতান্ত্রায়ণ করতে হবে। মিডিয়াকে গণতান্ত্রায়ণ করতে হবে। সাংবাদিকরা যদি মুক্ত পরিবেশে দায়িত্ব পালন করতে না পারে তাহলে গণতন্ত্র কাজ করবে না। ম্যানেজমেন্ট ও সাংবাদিকদের মধ্যে দেয়াল থাকতে হবে। এ দেয়াল ক্রস করা যাবে না। এই দেয়াল ক্রস করে ম্যানেজমেন্ট যদি সাংবাদিকতার জায়গায় চলে আসে তাহলে সাংবাদিকতা হবে না।
এ সেমিনারের আয়োজন করে জিয়াউর রহমান স্ট্যাডি সার্কেলের যুক্তরাষ্ট্র শাখা।