নেতাকর্মীদের আচরণে জনগণ কষ্ট পেলে গোটা দল ক্ষতিগ্রস্ত হবে: নজরুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমাদের নেতাকর্মীদের আচরণে যেন জনগণ কষ্ট না পায়। তারা কষ্ট পেলে গোটা দল ক্ষতিগ্রস্ত হবে।
নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের জন্য আমাদের জনগণের কাছে যেতে হবে, আমাদের কারও আচরণে যেন জনগণ কষ্ট না পায়। তারা অসন্তুষ্ট হলে গোটা দল ক্ষতিগ্রস্ত হবে। আর দল ক্ষতিগ্রস্ত হওয়া মানে শহীদ জিয়া অসম্মনিত হওয়া।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের আরও সৎ ভাবে কাজ করতে হবে, আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে, আরও ভালোভাবে কাজ করতে হবে, যাতে আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে আমরা ভূমিকা রাখতে পারি।
তিনি আর বলেন, আমরা শুধু শহীদ জিয়াউর রহমানের কথা বলব কিন্তু তার মতো আচরণ করতে পারবো না, খালেদা জিয়ার কথা বলব কিন্তু তার মতো আপসহীন হতে পারবো না, তারেক রহমানের কথা বলব কিন্তু তার মতো পরিশ্রম করতে পারব না, যোগ্যতার সঙ্গে নেতৃত্ব দিতে পারবো না, তা হবে না।