আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার দাবি ছাত্রদল সভাপতির
আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তিনি বলেন, ছাত্রদল প্রকাশ্যে ছাত্ররাজনীতি করে। তাই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যখন ঘটে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি।
সোমবার (১১ আগস্ট) দুপুরে সিলেটের এমসি কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কাউন্সিল উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একাত্তরে মানবতাবিরোধী রাজনীতিকে যারা এখনো ধারণ করে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্র সমাজের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এখনো গেস্টরুম-গণ রুমের ট্রমা কাটাতে পারেনি। তবে ছাত্রদল সেই রাজনীতি থেকে পরিবর্তন এনে শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে এগিয়ে যাবে।
এ সময় তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। তারা নানাভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে।
দীর্ঘ ২১ বছর পর সোমবার (১১ আগস্ট) সিলেট এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন- ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। উদ্বোধনের পর কলেজের কেন্দ্রিয় মিলনায়তনে শুরু হয় সম্মেলন।
এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে জাতীয় সংগীত, পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কাউন্সিল কার্যক্রম। এতে কেন্দ্রীয় এবং সিলেট জেলা ও মহানগরের নেতারা অংশ নেন।