২০২৪ সালের যে বিপ্লব, সেই বিপ্লব লুটেরাদের লুটে খাওয়ার জন্য হয়নি: মঈন খান

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মইন খান বলেছেন, ২০২৪ সালের যে বিপ্লব, সেই বিপ্লব লুটেরাদের লুটে খাওয়ার জন্য হয়নি। সেই বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে পুনরায় একটি লুটেরা শ্রেণি এই দেশকে আবার দখল করে লুটেপুটে খাবে, সেটা হতে পারে না। ছাত্র-জনতা যারা জীবন দিয়েছিলেন; তাদের প্রতি, তাদের রক্তের প্রতি আমরা বিশ্বাসঘাতকতা যেন কোনো অবস্থাতেই না করি। সে বিষয়ে আপনাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে রূপগঞ্জের মুড়াপাড়া কলেজ অডিটোরিয়ামে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডক্টর মঈন খান আরও বলেন, ‌‘আমরা যদি কোনো অন্যায় করি, দুর্নীতি করি, চাঁদাবাজি করি; তাহলে শহীদের রক্ত বৃথা যাবে। সেটা আপনাদের মনে রাখতে হবে। কাজেই আমাদের কাছে দেশবাসীর কী প্রত্যাশা সেদিকে আমাদের শ্রদ্ধা রাখতে হবে।’

তিনি বলেন, মতিন চৌধুরীর আদর্শ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। বেগম জিয়া আমাদের প্রতিহিংসার রাজনীতির শিক্ষা দেননি। তিনি আমাদের সহাবস্থান শিখিয়েছেন। তারেক রহমানও আমাদের নেতা, তিনিও আমাদের প্রতিহিংসার রাজনীতির শিক্ষা দেননি। রাজনীতি হবে সহাবস্থানের, বন্ধুত্বের।

ডক্টর মঈন খান বলেন, আমরা চাই এ সরকার জনগণের তাদের প্রতি যে আশ্বাস তাদের ওপর সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনে সময় ঘোষণা করেছেন। আমরা আশা করছি আগামী রমজানের আগেই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বাংলাদেশের ভোটাররা অর্থের বিনিময়ে ভোট দেয় এটা সত্যি হতে পারে না। আপনারা সঠিকভাবে বিবেচনা করে আপনার এলাকার সবচেয়ে ভালো প্রার্থীকে ভোট দেবেন। এ বিষয়ে কোন আপস করবেন না। এ বিষয়ে আপস করলে জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যাবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.