নির্বাচনই হলো এই মুহূর্তে সংস্কার সম্পন্ন করার শান্তিপূর্ণ পথ, গণতান্ত্রিক পথ: সাকি

0

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, নির্বাচন হলো এই মুহূর্তে সংস্কার সম্পন্ন করার শান্তিপূর্ণ পথ; গণতান্ত্রিক পথ। সেই কারণে নির্বাচনটা অপরিহার্য হয়ে গেছে। সংস্কার আমাদের করতেই হবে। কিন্তু সেই সংস্কারের জন্য নির্বাচন লাগবে এবং সেটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশ এ আয়োজন করে।

জোনায়েদ সাকি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন– তিনটাকেই আমাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। কোনোটাকে কম গুরুত্ব দিলে আমরা পথভ্রষ্ট হবো। অনেকেই নির্বাচনকে একমাত্র গণতন্ত্র মনে করছেন। তারা বিচার ও সংস্কারকে বাদ দিচ্ছেন, সেটা আমাদের ভুল পথে নেবে। আবার অনেকে বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়েছেন, সেটা আমাদের একটা বিপদজনক খাদে নিয়ে যাবে। এই জায়গাটা আমাদের উপলব্ধি করা দরকার।

তিনি বলেন, সংস্কার আমাদের করতেই হবে। জাতীয় সনদ যেটা হবে হয়তো আর কিছুদিনের মধ্যে ঘোষণা হবে। কিন্তু অনেক বিষয়ে এখানে দ্বিমত আছে, আপত্তি আছে। আমরা যেগুলোতে একমত হয়েছি, আরেকদল নোট অব ডিসেন্ট দিয়েছে কিন্তু এটার মীমাংসার পথ কী? যারা বলছেন যে এটা না হলে আমরা নির্বাচনে যাবো না, এটা তো কোনও মীমাংসার পথ হতে পারে না। তারা যদি মনে করেন, তারা নির্বাচনে যাবেন না, আন্দোলন করে যাবেন সেটা করতে পারেন। কিন্তু এই রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনকে ঠেকানোর কোনও জায়গায় তারা যেতে পারেন না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.