বিএনপি কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি: শাহজাহান

0

বিএনপি কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

বুধবার বিকালে জেলা বিএনপির আয়োজনে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে গণ-অভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিজয় র্যালির আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

শাহজাহান বলেন, দেশে অনেক কষ্টের বিনিময়ে একটি পরিবেশ তৈরি হয়েছে। আর সে পরিবেশের ওপর দাঁড়িয়ে একটা বিপ্লব হয়েছে। আর যে গণ-অভ্যুত্থান হয়েছিল এবং এ গণ-অভ্যুত্থানের যারা নায়ক ছিল, তাদের অবদান অস্বীকার করা যাবে না। তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে। তবে এটাও মনে রাখতে হবে আমরা (বিএনপি) যদি ত্যাগ স্বীকার করে একটি ভিত্তি তৈরি না করতাম তাহলে কিসের ওপর ভিত্তি করে ফ্যাসিবাদ থেকে এ দেশ মুক্ত হতো? আমরা কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করিনি।

তিনি বলেন, এখনো আমরা যেভাবে সভা-সমাবেশ করতে পারছি, আগে তো করতে পারতাম না। তাই সবাইকে অতীত মনে রাখতে হবে। অতীত ভুলে গেলে ভবিষ্যৎ ভালো হবে না। তাই অতীতকে মনে রেখে আমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.