২৩ জন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জিয়াউর রহমান ফাউন্ডেশনের বৃত্তি

0

রাজধানীর হাজারীবাগে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে ২৩ জন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও সনদ প্রদান করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেড.আর.এফ)।

সোমবার (২৮ জুলাই) বিকালে রায়ের বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘শিক্ষা বৃত্তি ২০২৫’ ফলাফল ঘোষণা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিএনপির ৩১ দফা কর্মসূচির ২৫ নাম্বার দফার অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, সনদ ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেড.আর.এফ-এর উপদেষ্টা ব্যারিস্টার নাসির উদ্দীন আহমেদ অসীম।

অনুষ্ঠানে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের ৬৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ২১ জন এবং শাপলা একাডেমির ৭০ জন শিক্ষার্থীর মধ্যে থেকে ২ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়। মোট ২৩ জন শিক্ষার্থী এ বৃত্তির অধিকারী হন।

এছাড়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী কাইসুর রহমান রঙ্গনের চিকিৎসার জন্য ব্যারিস্টার মেহেনাজ মান্নানের পক্ষ থেকে একটি চেক হস্তান্তর করা হয়। এছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে রায়ের বাজার উচ্চ বিদ্যালয় এবং শাপলা একাডেমিকে অনুদান প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেড.আর.এফ) কার্যক্রম প্রসঙ্গে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, সবাই জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য হতে পারবে। তবে আমরা দেখব, তাদের সেবামূলক চিন্তাভাবনা আছে কিনা, সমাজের জন্য তারা কী কাজ করেছেন। এই বিবেচনায় ধাপে ধাপে সদস্য করা হয়।

তিনি জানান, দেশে যখন অতিরিক্ত শীত পড়ে, ডেঙ্গু কিংবা বিভিন্ন মহামারি দেখা দেয়, তখনই দেশনায়ক তারেক রহমান আমাদের নির্দেশ দেন মানুষের পাশে দাঁড়াতে। ফেনী, সিলেট, কিশোরগঞ্জসহ দেশের যেসব জেলায় বন্যা হয়েছে, সেখানে আমাদের টিম ছুটে গেছে। এসব কাজ শুধু আজ নয়, বরং সব সময় করে আসছি।

ডা. ডোনার বলেন, ১৯৯৯ সালে জেড.আর.এফ প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সাল থেকে আমরা শিক্ষাবৃত্তি দিয়ে আসছি। আমরা তখন বিশ্লেষণ করে দেখি, অনেক মেধাবী শিশু এসএসসি পাশ করেও আর্থিক কারণে উচ্চমাধ্যমিকে যেতে পারে না। তখন তারেক রহমানের নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়া হয়—অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তির মাধ্যমে সহায়তা করা হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোছা. ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন- ব্যারিস্টার মেহেনাজ মান্নান, জেড.আর.এফ-এর পরিচালক (প্রোগ্রাম) ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.