মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে’র উপদেষ্টা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রবিবার (২০জুলাই) সন্ধ্যায় ইস্ট লন্ডন একটি রেস্টুরেন্টে মুন্সিগঞ্জের ছয়টি উপজেলার ইউকেতে বসবাসরত জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী ব্যাক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মুন্সীগঞ্জের কমিউনিটি ব্যক্তিত্ব এডভোকেট হালিমের সভাপতিত্ব এবং ইউকে বিএনপি’র প্রচার সম্পাদক ডালিয়া লাকুরিয়া’র পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন, এএফএন হামিদুল্লাহ সুমন, মোঃ জাকির হোসেন, সলিসিটর মোহাম্মদ হানিফ, তোফায়েল আহমেদ, শমসের একবার, পলাশ, মোঃ জাকির হোসেন প্রমুখ।
আয়োজিত সভায় বক্তারা তাদের নিজস্ব মতামত তুলে ধরে সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে গঠন করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সকলের সিদ্ধান্ত অনুযায়ী একটি উপদেষ্টা পরিষদ গঠন করেন।
উপদেষ্টা পরিষদ:
১. ডালিয়া লাকুরিয়া।
২. আলহাজ্ব শহীদুর রহমান জিলু
৩. শাজাহান সাজু ফকির
৪. আওলাদ হোসেন অরুণ
৫. আনোয়ার হোসেন
এছাড়াও ৫ জনের এ উপদেষ্টা পরিষদ সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী সদস্য সংগ্রহের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করে একটি সাধারণ সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পক্ষে মতামত ব্যক্ত করেন।
উক্ত সভায় গঠিত উপদেষ্টা পরিষদসহ উপস্থিত সকলেই বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে অঙ্গীকার করেন।