চসিক নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপির মনোনয়ন পেলেন যারা

0

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিএনপির মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে দলটি। রোববার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর থেকে এই তালিকা প্রকাশ করা হয়।

তালিকানুযায়ী বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন, ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে সিরাজুল ইসলাম রাশেদ (সাধারণ স¤পাদক, ওয়ার্ড বিএনপি), ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে মো. ইয়াকুব চৌধুরী (প্রশিক্ষন বিষয়ক স¤পাদক, নগর বিএনপি), ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে মো. ইলিয়াছ (ওয়ার্ড সভাপতি), ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডে মাহাবুবুল আলম (সহ-সভাপতি, নগর বিএনপি), ৫ নম্বর মোহরা ওয়ার্ডে মো. আজম (চান্দগাঁও থানা সভাপতি), ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডে হাসান লিটন (সাধারণ স¤পাদক, ওয়ার্ড বিএনপি), ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে ইসকান্দর মির্জা (যুগ্ম স¤পাদক, নগর বিএনপি), ৮ নম্বর শুলক বহর ওয়ার্ডে হাসান চৌধুরী (সাধারণ স¤পাদক ওয়ার্ড বিএনপি), ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে আবদুস সাত্তার সেলিম (সভাপতি, আকবরশাহ থানা), ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে রফিক উদ্দিন চৌধুরী (সভাপতি, ওয়ার্ড বিএনপি), ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে সোহরাব হোসেন চৌধুরী (সাবেক সভাপতি, ওয়ার্ড ছাত্রদল), ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে শামসুল আলম (সহ-সভাপতি, নগর বিএনপি), ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে জাহাঙ্গীর আলম দুলাল (যুগ্ম স¤পাদক, নগর বিএনপি), ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে আবদুল হালিম (শাহ আলম) (যুগ্ম স¤পাদক, নগর বিএনপি), ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডে চৌধুরী সাইফুদ্দিন রাসেদ সিদ্দিকী, (সদস্য, নগর বিএনপি), ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে এ কে এম সালাউদ্দিন কাউসার লাবু (সহ-সাংগঠনিক স¤পাদক, নগর বিএনপি), ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে এ কে এম আরিফুল ইসলাম (সদস্য, ওয়ার্ড বিএনপি), ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে মো. মহিউদ্দিন (সাধারণ স¤পাদক, ওয়ার্ড বিএনপি), ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে ইয়াসিন চৌধুরী আছু (সহ-স¤পাদক, নগর বিএনপি), ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডে হাফিজুল ইসলাম মজুমদার মিলন (সহ-সভাপতি, ওয়ার্ড বিএনপি)। ২১ নম্বর জামালখান ওয়ার্ডে আবু মো. মহসিন চৌধুরী (ওয়ার্ড বিএনপি নেতা), ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডে এম এ মালেক, (সদস্য, নগর বিএনপি), ২৩ নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ডে মো. মহসিন (আহবায়ক, ওয়ার্ড বিএনপি), ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে এস এম ফরিদুল আলম (আহবায়ক, ওয়ার্ড বিএনপি), ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে শহীদ মো. চৌধুরী (সহ-স¤পাদক, নগর বিএনপি), ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডে মো. আবুল হাশেম (যুগ্ম-স¤পাদক, নগর বিএনপি), ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে মো. সেকান্দর (সভাপতি, ডবলমুরিং থানা বিএনপি), ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডে এস এম জামাল উদ্দিন জসিম (সভাপতি, ওয়ার্ড বিএনপি), ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডে মো. সালাহ উদ্দিন, (সভাপতি, সদরঘাট থানা বিএনপি), ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডে হাবিবুর রহমান (সাধারণ স¤পাদক, সদরঘাট থানা বিএনপি), ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে দিদারুর রহমান লাভু (সভাপতি, ওয়ার্ড বিএনপি), ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডে সৈয়দ আবুল বশর (সাধারণ স¤পাদক, ওয়ার্ড বিএনপি), ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে আকতার খাঁন (সভাপতি, ওয়ার্ড বিএনপি), ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে ইসমাইল বালি (আহবায়ক, ওয়ার্ড বিএনপি), ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডে এডভোকেট তারিক আহমদ, (উপদেষ্টা, নগর বিএনপি), ৩৬ নম্বর গোসাইল ডাঙ্গা ওয়ার্ডে মো. হারুন (ডক) (সিনিয়র যুগ্ম স¤পাদক, বন্দর থানা বিএনপি), ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডে মো. ওসমান (সাংগঠনিক স¤পাদক, বন্দর থানা বিএনপি), ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে হানিফ সওদাগর (সভাপতি, বন্দর থানা বিএনপি), ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে সরফরাজ কাদের (সভাপতি, ইপিজেড থানা বিএনপি), ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডে মো. হারুন (সভাপতি, ওয়ার্ড বিএনপি), ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে মো. নুরুল আফছার (সভাপতি, পতেঙ্গা থানা বিএনপি)।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে রোকসানা বেগম (সহ প্রচার স¤পাদক, চট্টগ্রাম মহানগর মহিলা দল), ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড শাহেনেওয়াজ চৌধুরী মিনু (সভাপতি, চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিকদল), ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে জিন্নাতুন নেছা জিনু (সাধারণ স¤পাদক, পাঁচলাইশ থানা মহিলা দল), ৯, ১০, ১৩ ওয়ার্ডে সকিনা বেগম (সিনিয়র যুগ্ম স¤পাদক, চট্টগ্রাম মহানগর মহিলা দল), ১৪, ১৫, ২১ নম্বর ওয়ার্ডে মনোয়ারা বেগম মনি (সভানেত্রী, চট্টগ্রাম মহানগর মহিলা দল), ১৭, ১৮, ১৯ নম্বর ওয়ার্ডে মাহমুদা সুলতানা ঝর্ণা (সভাপতি, ১৭ ওয়ার্ড মহিলা দল), ১৬, ২০, ৩২ নম্বর ওয়ার্ডে এডভোকেট পারভীন আক্তার চৌধুরী (সমাজ কল্যাণ স¤পাদক, নগর বিএনপি), ২২, ৩০, ৩১ নম্বর ওয়ার্ডে আরজুন নাহার মান্না (যুগ্ম স¤পাদক, নগর মহিলা দল), ১২, ২৩, ২৪ নম্বর ওয়ার্ডে খালেদা বোরহান (সহ-সভাপতি, নগর মহিলা দল), ১১, ২৫, ২৬ ওয়ার্ডে জেসমিনা খানম (সহ-সভাপতি, নগর মহিলা দল), ২৮, ২৯, ৩৬ ওয়ার্ডে কামরুন নাহার লিজা (সাংগঠনিক স¤পাদক, নগর মহিলা দল), ২৭,  ৩৭, ৩৮ সাহিদা খানম (সহ-সভাপতি, নগর মহিলা দল), ৩৩, ৩৪, ৩৫ নম্বর ওয়ার্ডে মনোয়ারা বেগম (সহ-সাংগঠনিক স¤পাদক, নগর মহিলা দল), ৩৯, ৪০, ৪১ নম্বর ওয়ার্ডে জাহিদা হোসেন (মহিলা দলনেত্রী)।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com