ইসরাইলকে আকাশসীমা লঙ্ঘনের ব্যাপারে সতর্ক করল সিরিয়া

0

আকাশসীমা লঙ্ঘনের ব্যাপারে ইসরাইলকে কঠোরভাবে সতর্ক করল সিরিয়া।

সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনের যেকোনো ঘটনাকে সেদেশের ওপর সামরিক আগ্রাসন হিসেবে ধরে নেয়া হবে এবং দেশটির বিমান বাহিনী শক্ত হাতে এর জবাব দেবে বলে তেলআবিবকে হুশিয়ার করে দিয়া হয়েছে।

সিরিয়ার সেনা বাহিনী শনিবার এক বিবৃতিতে এ হুশিয়ারি দেয়। এতে আরও বলা হয়, সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনকারী যেকোনো জঙ্গিবিমানকে সঙ্গে সঙ্গে গুলি করার জন্য বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইসরাইলি জঙ্গিবিমান বহুবার সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করে দেশটির বিভিন্ন অবস্থানে বোমাবর্ষণ করেছে।

বিদ্রোহীদের কাছ থেকে উদ্ধার করার এলাকায় জাতীয় পতাকা ওড়াচ্ছে সিরিয়ার সেনাবাহিনী।

সিরিয়ার যোগাযোগমন্ত্রী আলী হামুদ বলেছেন,দামেস্ক-আলেপ্পো আন্তর্জাতিক মহাসড়কে নয় বছর পর সব ধরনের যান চলাচল শুরু হয়েছে।

সিরিয়ার রাজনৈতিক রাজধানী দামেস্ক হলেও উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরকে দেশটির বাণিজ্যিক রাজধানী হিসেবে গণ্য করা হয়। গত নয় বছর ধরে উগ্র সন্ত্রাসীরা দামেস্ক-আলেপ্পো মহাসড়কের বিভিন্ন অংশ দখল করে রেখেছিল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com