জুনে পাকিস্তান সফর করবেন চীনের প্রেসিডেন্ট
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী জুনে পাকিস্তান সফরে আসছেন।
সূত্র এই সংবাদ মাধ্যমকে জানায় যে চীনা প্রেসিডেন্ট একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে জুনে পাকিস্তান সফর করবেন। সফরসূচি চূড়ান্ত করতে পাকিস্তান ও চীনের দুই পররাষ্ট্রমন্ত্রণায় অব্যাহত যোগাযোগ রেখে চলেছে।
গত বছর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চীন সফর করেন এবং চীনের প্রেসিডেন্টকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে আসেন।
ইমরান গত বৃহস্পতিবার চীনা প্রেসিন্টেকে টেলিফোন করেন এবং করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মুখে চীনা নেতৃত্ব ও দেশটির জনগণের প্রতি সংহিত প্রকাশ করেন।
ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বহু মূল্যবান প্রাণ নষ্ট হওয়ায় আন্তরিক দু:খ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
করোনাভাইরাস নিয়ন্ত্রণে চীনের আপ্রাণ চেষ্টার প্রশংসা করে ইমরান বলেন এই ভাইরাস নিশ্চিহ্ন করতে চীনের সর্বাত্মক প্রচেষ্টার প্রতি পাকিস্তানের সরকার ও জনগণের অবিচল সমর্থন রয়েছে।
এ সময় খান চীনের জনগণকে সহায়তা করার জন্য ডাক্তারসহ একটি ফিল্ড হসপিটাল সেখানে পাঠানোর প্রস্তাব করেন।
পাকিস্তানের দু:সময়ে পাশে দাড়ানোর জন্যও চীনের প্রশংসা করেছেন তিনি।