মুলডারের কাণ্ডে সন্তুষ্ট নন স্বয়ং ব্রায়ান লারা
ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান চার্লস লারার ব্যক্তিগত ৪০০ রানের রেকর্ড ভাঙা নিয়ে গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে চলছে আলোচনা-সমালোচনা। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে এই সুযোগ পেয়েও কাজে লাগাননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার। সবাইকে চমকে দিয়ে ৩৬৭ রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করে বসেন। স্বয়ং লারাও এতে সন্তুষ্ট হতে পারেননি।
টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এবং দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলে ২৭ বছর বয়সী মুলডার বলেছিলেন, ‘রেকর্ড লারারই থাকা উচিত। লারা একজন কিংবদন্তি। তার মতো একজনের কাছে এই রেকর্ড থাকাটা খুব স্বাভাবিক। আমি যদি আবারও এমন সুযোগ পাই, সম্ভবত একই সিদ্ধান্তই নেব।’ তার এমন মন্তব্য নিয়ে নানারকম আলোচনা-সমালোচনা হচ্ছে। কেউ কেউ তাকে স্যালুট জানাচ্ছেন। আবার অনেকেই মনে করছেন, মুলডার যদি লারাকে সম্মান জানাতে চাইতেন, তাহলে ৩৯৯ রানে গিয়ে থামতেন। এত আগে কেন থেমেছেন?
লারার দেশের ব্যাটিং দানব ক্রিস গেইল পর্যন্ত বলেছিলেন, ‘আমি মনে করি, ওর দিক থেকে এটা ভুল সিদ্ধান্ত ছিল। অন্তত চেষ্টা না করাটাই ছিল ভুল। সে আসলে ৪০০ করতে পারত কিনা সেটা আমরা জানি না। সে ৩৬৭ রানে থেমে গিয়ে ইনিংস ঘোষণা করেছে এবং নিজের মতামত দিয়েছে। কিন্তু আসল কথা হলো, এমন সুযোগ জীবনে একবারই আসে। টেস্ট ম্যাচে ৪০০ রান করা! তুমি এই সুযোগটা একেবারে নষ্ট করে ফেলেছ ভাই!’
এবার জানা গেল স্বয়ং লারার মতামত। সুপারস্পোর্টসকে মুলডার বলেছেন, ‘বিষয়টি নিয়ে লারার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, অবশ্যই সেই রেকর্ডের দিকে এগিয়ে যাওয়া উচিত ছিল। কারণ, আমি আমার নিজস্ব ইতিহাস তৈরি করছি। তিনি আরও বলেছেন, রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। তিনি চান ভবিষ্যতে আমি যদি এমন অবস্থায় আবার পড়ি, তাহলে যেন চেষ্টা করি এবং তার স্কোর ছাড়িয়ে যাই।’
লারার এমন বক্তব্যের পরও মুলডার অবশ্য আগের জায়গাতেই আছেন। তিনি আগের মতোই বলছেন, ‘এটা তার (লারা) দিক থেকে একদমই ভিন্ন এক দৃষ্টিভঙ্গি ছিল। তবে আমি এখনো মনে করি আমি সঠিক কাজটাই করেছি, আর খেলাটার প্রতি সম্মান দেখানোই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’