খালেদা জিয়াকে বেআইনিভাবে কারাগারে আটকে রাখা হয়েছে

0

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন পাওয়া ‘হক’ বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, একই ধরনের মামলায় সাবেক মন্ত্রী নাজমুল হুদা, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও মহীউদ্দিন খান আলমগীর জামিনে আছেন।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষক এবং যার সহধর্মিণী যুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার ছিলেন, সেই নেত্রীর মুক্তির জন্য স্বাধীনতার ৪৮ বছর পর মানববন্ধন করতে হচ্ছে। এর চাইতে লজ্জার আর কিছু হতে পারে না।’

মির্জা ফখরুল বলেন, ‘এই মামলায় জামিন তার হক। তাকে আটকে রাখার কোনো আইনি বিধান নেই। সম্পূর্ণ বেআইনিভাবে তাকে কারাগারে আটকা রাখা হয়েছে। যেই মানুষটি জাতির প্রয়োজনে স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন, আজকে সেই নেত্রী কারাগারে বন্দি।’

খালেদা জিয়াকে উদ্দেশ্যপ্রণোদিত আটকে রাখা হয়েছে দাবি করে তিনি বলেন, একই ধরনের মামলায় সাবেক মন্ত্রী নাজমুল হুদা, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও মহীউদ্দিন খান আলমগীর জামিনে আছেন।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের জায়গা দেওয়া হয় না সমাবেশ করার। আজকের এই সমাবেশটি করার কথা ছিল গত বৃহস্পতিবার। সেদিন আমাদের এই সমাবেশ করতে দেওয়া হয়নি।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমরা এ দেশ স্বাধীন করেছি কি এ জন্যই- প্রতিবাদ করতে পারবো না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না?’

‘কিন্তু বাংলাদেশের মানুষের সেই চরিত্র নয়। বাংলাদেশের মানুষ সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, সবসময় সংগ্রাম করেছে, স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে’ যোগ করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, এ সরকারের কোনো অধিকার নেই ক্ষমতায় থাকার। এখন নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিলে দেশের রাজনৈতিক সংকটের সমাধান হবে বলে আমরা আশা করছি।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, শ্রমিক নেতা আবুল খায়ের খাজা, শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুল কবির মজুমদার, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com