অন্যায় কারাবন্দি, গণতন্ত্রের মা খালেদা জিয়ার জামিন শুনানি দুপুর ২টায়
অন্যায় কারাবন্দি, নিরাপরাধ, গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রমূলক জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার জামিন আবেদনের শুনানি আজ রোববার, ফেব্রুয়ারি ২৩, ২০২০ বেলা ২টায় ধার্য করেছে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এটর্নি জেনারেলের পক্ষে ডেপুটি এটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পী সময় আবেদন করলে আদালত দুপুর ২টায় সময় নির্ধারণ করেন।
এসময় বেগম খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমেদ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।