বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে রেমিট্যান্সের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা

0

রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর প্রবাসীদের প্রেরিত অর্থে দেশের ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। দেশ পুনর্গঠনে প্রবাসীদের এই অবদানের জন্য জাতি তাদের কাছে কৃতজ্ঞ।

রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে প্রবাসীকর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও প্রতিবন্ধী ভাতার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রংপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘Recovery And Advancement of Informal Sector Employment : Reintegration of Returning Migrants Project’ শীর্ষক প্রকল্পের আওতায় রংপুর প্রবাসী কল্যাণ সেন্টারের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রবাসীর সন্তানদের উদ্দেশে বিভাগীয় কমিশনার বলেন, তোমাদের সুন্দর ভবিষ্যতের জন্য মা-বাবারা অক্লান্ত পরিশ্রম করেন। তোমরা যদি নিজেদের প্রতিষ্ঠিত করতে পারো তবেই তাদের কষ্ট সার্থক হবে।

সভাপতির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, অনেক প্রবাসী তাদের পরিবারকে ভালো রাখাতে প্রবাস জীবনে কষ্ট করছেন। প্রত্যেক মা-বাবারই সন্তানদের নিয়ে স্বপ্ন থাকে। প্রবাসীরাও সন্তানদের নিয়ে যে স্বপ্ন দেখেন তা বাস্তবায়নের দায়িত্ব তাদের সন্তানদেরই।

অনুষ্ঠানে প্রবাসীকর্মীর ২০ জন মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি ও ১০ জন প্রতিবন্ধীকে মোট ৭ লাখ ১৫ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.