‘ডিবি’ পরিচয়ে ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

0

রাজধানীর মতিঝিলে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ।

তারা হলেন-মো. শামিম রহমান (২৯), মো. মিজান রহমান (৫১) এবং রবিউল ইসলাম জুয়েল (৪২)।

ঢাকা ও ঝালকাঠি জেলায় গত শুক্রবার (২৭ জুন) থেকে রোববার (২৯ জুন) পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস ও নগদ ৮৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওয়ারীর নবাবপুরের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মো. খলিল মিয়া (২৬) এবং ইব্রাহীম হোসেন রিফাত (২৪) নামে দুই ব্যক্তি স্কুটিতে করে নগদ ৩০ লাখ টাকা মতিঝিল সিটি ব্যাংক শাখায় জমা দিতে যাচ্ছিলেন।

পৌনে ১টার সময় তারা মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে পৌঁছালে ছয় থেকে সাতজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ‘ডিবি’ লেখা একটি হাইয়েস মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নেন। পরে দুজনকে মারধর করে অস্ত্রের ভয় দেখিয়ে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেন।

এরপর তাদের হাত-পা বেঁধে সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় একটি ময়লার ডাস্টবিনে ফেলে পালিয়ে যান। স্থানীয়রা ভুক্তভোগীদের উদ্ধার করে প্রথমে প্রো-অ্যাকটিভ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন।

এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক সাইদুল ইসলামের অভিযোগের ভিত্তিতে মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

ডিসি তালেবুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের সময় শামিমের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাস, মিজানের কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা এবং জুয়েলের কাছ থেকে নয় হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার মিজানের বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুর ও নারায়ণগঞ্জের আড়াই হাজার থানায় আরও দুটি ডাকাতির মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত, লুণ্ঠিত বাকি টাকা উদ্ধারের পাশাপাশি পলাতক ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.