ইউনূস সাহেব ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন বলে আমার বিশ্বাস হয় না: ফজলুর রহমান

0

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন বলে আমার বিশ্বাস হয় না। ইউনূস সাহেব যেদিন নির্বাচন দেবেন, সেদিন আমি বিশ্বাস করব। কিন্তু ভাবসাব দেখে মনে হয় না।

শনিবার (২৮ জুন) বিকেলে ইটনা উপজেলার চৌগাংগা কামিল মাদরাসার মাঠে চৌগাংগা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল জব্বার স্মরণে শোকসভায় তিনি এসব কথা বলেন ।

ফজলুর রহমান বলেন, ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, ইউনুস সাহেব আপনাকে সালাম। আপনি ঘোষণা করেন ফেব্রুয়ারির কত তারিখ ইলেকশন দেবেন, কী বারে ইলেকশন দেবেন, কারা কারা রিটার্নিং অফিসার হবে, কত দিন পর্যন্ত নির্বাচনের প্রচার-প্রচারণা করা যাবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে যেদিন এ দেশে আসতে পারবেন সেদিন এ দেশ শান্ত হবে। তখন নির্বাচন হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.