বড় হারের দায়ে যাদের দুষলেন শান্ত

0

বোলিংটা ভালো হয়নি, ব্যাটিংটা ভুগিয়েছে। নাজমুল হোসেন শান্ত মেনে নিয়েছেন। কলম্বো টেস্টে শ্রীলংকার কাছে বড় হারের দায় ব্যাটারদের ওপর চাপিয়েছেন। লঙ্কান বোলারদের কাছে উইকেট বিলিয়ে দেওয়াও ভালো লাগেনি বিদায়ী অধিনায়কের।

চতুর্থ দিনেই থেমেছে কলম্বো টেস্ট। বাংলাদেশ হেরেছে ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে। গল টেস্টে দাপুটে বাংলাদেশ কলম্বোতে মিয়ম্রাণ হয়ে পড়ে। আগের টেস্টে দুটি সেঞ্চুরি হাঁকানো শান্তও ছিলেন খোলশবন্দি। বাকিরাও হয়েছেন মোটাদাগে ব্যর্থ।

হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শান্ত বলেন, এই টেস্টেও তাদের সুযোগ ছিল। কোন জায়গায় হেরেছেন তাও বলেছেন, ‘সুযোগ কাজে লাগাতে পারিনি। বিশেষত প্রথম ইনিংসে আমরা যেভাবে ব্যাট করেছি, এটা প্রত্যাশানুযায়ী ছিল না। এটাই আমাদের ম্যাচ হারিয়ে দিয়েছে।’

লঙ্কানদের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় পড়ে টাইগাররা। ২৪৭ রানে থামে ইনিংস। সেখানে সফরকারী বোলারদের নাকানিচুবানি খাইয়ে রানপাহাড়ে চাপে শ্রীলংকা। প্রথম ইনিংসে লিড নেয় ২১১ রানে। সেটি শোধ দিতে গিয়ে আরেকবার মুখ ধুবড়ে পড়ে টাইগাররা। ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হারে।

এমন হারে পর ব্যাটারদের আউটের ধরণ নিয়ে প্রশ্ন তুলেছেন শান্ত, ‘আমার এখনো মনে হয় আমাদের আগে ব্যাট করা ঠিক আছে। উইকেট কিছুটা মন্থর ছিল। কিন্তু যেভাবে আমরা আউট হয়েছি, তা ভালো ছিল না। আমরা সব সময় সহজ বিকল্পটা ভেবেছি। প্রথম ইনিংসের ব্যাটিংয়ে অনেক ভুল করেছি।’

জুলাইয়ের ২ তারিখে ওয়ানডে সিরিজে নামবে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলার পর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দেশে ফিরবেন শান্ত-মিরাজরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.