হাঁটুতে অস্ত্রোপচার, ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে গেলেন ফেদেরার
হাঁটুর অস্ত্রোপচারের জন্য ফরাসি ওপেনে নামছেন না রজার ফেদেরার। বুধবার সুইজারল্যান্ডে হাঁটুতে অস্ত্রোপচার হয় তাঁর। আর তার পরেই ফেদেরার জানিয়েছেন, ফরাসি ওপেনসহ একাধিক টুর্নামেন্ট থেকে নাম তুলে নিচ্ছেন তিনি।
অস্ট্রেলিয়ান ওপেনের সময়ে হাঁটুতে চোট পেয়েছিলেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। সেই চোট নিয়েই নোভাক জকোভিচের বিরুদ্ধে সেমিফাইনালে নেমেছিলেন ফেড-এক্স।শেষ চারের লড়াইয়ে জোকারের কাছে হারতে হয় তাঁকে। অস্ট্রেলিয়ান ওপেনের পর থেকে কোর্টে আর দেখা যায়নি ফেদেরারকে। অস্ত্রোপচারের পরে টুইটারে তিনি জানিয়েছেন, ‘‘আমার ডান হাঁটু বেশ কয়েকদিন ধরেই সমস্যা করছিল। হাঁটুতে পরীক্ষা এবং আমার টিমের সঙ্গে পরামর্শ করার পরে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিই।’’
পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে ফিরতে জুন মাস হয়ে যাবে ফেদেরারের। এদিকে ফরাসি ওপেন শুরু হচ্ছে ২৪ মে। ক্লে কোর্টে নামতে পারবেন না তিনি। তাছাড়াও দুবাইয়ে এটিপি ইভেন্ট, ইন্ডিয়ান ওয়েলস, বোগোটা ও মায়ামি থেকেও ছিটকে গেলেন ফেদেরার।