এক হামজা চৌধুরী যেন বদলে দিয়েছেন দেশের ক্রীড়াঙ্গন

0

এক হামজা চৌধুরী যেন বদলে দিয়েছেন দেশের ক্রীড়াঙ্গন। এলেন, খেললেন, জয় করলেন। হামজার খেলা এবং তার প্রতি মানুষের ভালোবাসায় মুগ্ধ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সব ক্রীড়া ফেডারেশনকে ‘হামজা’র মতো প্রবাসী খোঁজার জন্য চিঠি দিয়েছে তারা।

বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী সব ক্রীড়াবিদ যেন দেশের হয়ে খেলেন, এজন্য জাতীয় ক্রীড়া পরিষদ সব ফেডারেশনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বুধবার নির্দেশনা দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলামের সই করা চিঠি সব ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া হয়েছে।

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে লেস্টার সিটির হয়ে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা। এখন ধারে খেলছেন শেফিল্ডের হয়ে। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের হয়ে প্রথম খেলেছেন গত ২৫ মার্চ শিলংয়ে, ভারতের বিপক্ষে।

এদিকে কানাডা জাতীয় দলে খেলা সামিত সোম সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। হামজা বাংলাদেশ দলে আসার পর ফুটবলের আবহ বদলে গেছে। সামিতও যোগ হলে বাংলাদেশ দলের আরও শ্রীবৃদ্ধি হবে।

২০১৩ সালে বাংলাদেশি বংশোদ্ভূত ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া বাংলাদেশ দলে প্রথম খেলেন। তিনি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক। জামালকে অনুসরণ করে তারিক কাজী, রাহবার ও কাজেম শাহ খেলেছেন।

ফুটবলের মতো অন্য খেলাগুলোতেও বাংলাদেশি বংশোদ্ভূত ক্রীড়াবিদ নেওয়ার সুযোগ রয়েছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পাওয়ার সম্ভাবনা বাড়বে। প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলতে হলে পাসপোর্ট, জন্ম নিবন্ধন, বাবা-মায়ের কাগজপত্র হালনাগাদসহ আরও অনেক বিষয়াদির আনুষ্ঠানিকতা থাকে।

এ সংক্রান্ত বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সম্মত হয়েছেন বলে জাতীয় ক্রীড়া পরিষদের চিঠিতে উল্লেখ রয়েছে।

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী জিমন্যাস্ট জ্যাক আশিকুল ইসলামের অনুকূলে বাংলাদেশি পাসপোর্ট প্রদানের উদ্যোগ গ্রহণ প্রক্রিয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ সম্পৃক্ত রয়েছে। ফুটবলের বাইরে অ্যাথলেটিক্স, বক্সিং, জিমন্যাস্টিক্স ও সাঁতারে বাংলাদেশি বংশোদ্ভূত ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশের দ্রুততম মানব ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে স্বর্ণ জিতেছেন, যা বাংলাদেশের অ্যাথলেটিক্সে ইতিহাস। ২০১২ সালে আমেরিকান প্রবাসী সাইক সিজার লন্ডন অলিম্পিকে খেলেছিলেন। ২০২৪ প্যারিস অলিম্পিকে তিনি আমেরিকান জিমন্যাস্টিক্স দলের সহকারী কোচ ছিলেন।

নিউজিল্যান্ড প্রবাসী জিমন্যাস্ট আলী কাদির ২০২২ সালে তুরস্কে ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের হয়ে খেলেছিলেন। ২০২৩ হাংজু এশিয়ান গেমসে আমেরিকান প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস অংশ নিয়েছিলেন। ২০২০ টোকিও অলিম্পিকে লন্ডন প্রবাসী জুনাইনা আহমেদ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.