গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীকে দেখতে হাসপাতালে রিজভী

0

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার দুপুর ১২টায় তিনি হাসপাতালে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি তার চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।

সুব্রত চৌধুরী জ্বরে ভুগছেন। তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়লে গতকাল তিনি হাসপাতালে ভর্তি হন। তার অসুস্থতার খবর শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাসপাতালে গিয়ে খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com