গাজীপুরে সিএনজিচালিত অটোরিকশায় চাঁদাবাজির বিরুদ্ধে চালকদের সড়ক অবরোধ

0

গাজীপুরে সিএনজিচালিত অটোরিকশায় চাঁদাবাজি এবং নানা অযুহাতে হাইওয়ে পুলিশের মামলার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন চালকরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টা থেকে ঢাকা-জয়দেবপুর সড়কের নলজানি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

সিএনজি চালকরা জানান, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা হালিম মোল্লার নেতৃত্বে গত কয়েকমাস যাবত জোরপূর্বক গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা তোলা হচ্ছে। চাঁদা দিতে না চাইলে সিএনজি চালকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি তাদের কাছ থেকে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনার কেউ প্রতিবাদ করলে তাকে নানাভাবে হয়রানি ও মারধর করা হয়।

এছাড়া গাজীপুরের মহাসড়কগুলোতে সিএনজি অটোরিকশা চলাচল করতে গেলে বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশ মামলা দিচ্ছে।

সিএনজি চালকরা দাবি করেন, মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা। আর সিএনজি অটোরিকশায় তাদের কাগজপত্র সঠিক থাকলেও পুলিশ যখন তখন তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। তারা চাঁদাবাজির বিরুদ্ধে এবং পুলিশের হয়রানির প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com