কুমিল্লায় টি ২০ ক্রিকেট: আশরাফুল ও সাব্বির ব্যর্থ

0

কুমিল্লায় কাউন্সিলর কাপ টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয়দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় প্রথম ম্যাচে অংশ নেয় মোগল কিংস ও শালবন ওয়ারিয়র্স। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় হেভেন টুয়েন্টি ওয়ান ও রয়েল অব গোমতী। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কাউন্সিলর কাপ সাড়া ফেলেছে।

প্রথম ম্যাচে জাতীয় দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ আশরাফুলের দল মোগল কিংসের বিপক্ষে জয় পায় শালবন ওয়ারিয়র্স। দ্বিতীয় ম্যাচে আরেক তারকা খেলোয়াড় সাব্বির রহমানের দল রয়েল অব গোমতীর বিপক্ষে নাটকীয় জয় পায় হেভেন টুয়েন্টি ওয়ান। জাতীয় দলের এ দুই সাবেক খেলোয়াড় প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। আশরাফুল আউট হন ১৩ রানে।

সাব্বির সাজঘরে ফেরেন ২৯ রানে। প্রথম ম্যাচে টস জিতে মোগল কিংস ব্যাট করে ২০ ওভারে আট উইকেটে ১৫১ রান করে। ৪০ রান করেন মেজবাহ উদ্দিন জনি। শালবন ওয়ারিয়র্স ১৯.৩ ওভারে ছয় উইকেটের জয় পায়। অপরাজিত ৫৪ রান এবং দুই উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন শরিফুল ইসলাম সৈকত।

দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে হেভেন টুয়েন্টি ওয়ান ২০ ওভারে আট উইকেটে ১১৮ রান করে। ৩০ রান করেন মো. রোহান। ১১৯ রানের টার্গেটে জয়ের লক্ষ্যে মাঠে নেমে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১০৮ রান করে রয়েল অব গোমতী। ১০ রানের জয় পায় হেভেন টুয়েন্টি ওয়ান। ম্যান অব দ্য ম্যাচ মুশফিকুর রহমান। ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন এবং জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com