প্রথমদিনের অনুশীলনে আট ক্রিকেটার

0

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। কিন্তু মঙ্গলবার প্রথমদিনের অনুশীলন করলেন আট ক্রিকেটার। বিসিএল খেলার কারণে বাকিরা কাল উপস্থিত থাকতে পারেননি। বিসিএলের তৃতীয় রাউন্ড হয়েছে কক্সবাজারে।

আগেরদিন ম্যাচ শেষ হলেও তাই ভ্রমণ ক্লান্তি নিয়ে বিসিএলে খেলা ক্রিকেটাররা এ দিন অনুশীলনে অংশ নিতে পারেননি। কাল দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তামিম ইকবাল, মুমিনুল হক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, আবু জায়েদ রাহি ও এবাদত হোসেন উপস্থিত ছিলেন। ব্যাটিং ও বোলিং অনুশীলন করানো হয়েছে খুবই সতর্কতার সঙ্গে। ইনডোরে কাউকে ঢুকতে দেয়া হয়নি।

কোচদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। প্রথমদিনের তিন ঘণ্টার প্রস্তুতির পুরোটা জুড়েই ছিল স্কিল ট্রেনিং। আজ পুরো দল নিয়েই অনুশীলনে নামবেন ডমিঙ্গো। ২২ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে দু’দলের একমাত্র টেস্ট।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com