‘প্রথম লেগ’ জুজু কাটাতে পারবেন মরিনহো?

0

চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে অন্যতম সফল কোচ হোসে মরিনহো। পোর্তো ও ইন্টার মিলানকে জিতিয়েছেন শিরোপা। সেই মরিনহো কি না নকআউট পর্বে টানা ছয়টি প্রথম লেগে জয়হীন। আজ তার দল টটেনহ্যাম হটস্পার শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হচ্ছে আরবি লাইপজিগের। বর্তমান রানার্সআপদের হয়ে ৭ বছরের জুজুটা কি কাটাতে পারবেন মরিনহো?

ইউরোপ সেরার আসর চ্যাম্পিয়ন্স লীগের কোনো নকআউট পর্বের প্রথম লেগে মরিনহোর সবশেষ জয় ২০১৩’র ৩রা এপ্রিল। সেদিন সান্তিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মরিনহোর রিয়াল মাদ্রিদ ৩-০তে হারিয়েছিল গ্যালাতাসারেকে। দ্বিতীয় লেগে ৩-২ গোলে হেরেও তারা উঠে যায় সেমিতে। এরপর প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে ছিটকে যায় আসর থেকে।

দ্বিতীয় ঘটনা ২০১৩-১৪ মৌসুমে।

মরিনহো সেবার চেলসির কোচ। ইস্তাম্বুলে শেষ ষোলোর প্রথম লেগে গ্যালাতাসারের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও ১-১ সমতায় শেষ করে ব্লুরা। যদিও কোয়ার্টার ফাইনালে উঠতে সমস্যা হয়নি তাদের। তবে প্রথম লেগে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) মাঠে ৩-১ গোলে হারে চেলসি। ঘরের মাঠে ফিরতি লেগে ২-০তে জিতে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে তারা পৌঁছে যায় সেমিতে। সেখানে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে গোলশূন্য ড্র করে মরিনহোর শিষ্যরা। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করায় অ্যাওয়ে গোলের কারণে সেমি থেকে ছিটকে যায় চেলসি।
পরের মৌসুমেও পিএসজির সঙ্গে সাক্ষাত হয় চেলসির। সেবার শেষ ষোলোর প্রথম লেগে ১-১ গোলে ড্র করে ব্লুরা। দ্বিতীয় লেগে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ২-২ গোলে ড্র হয় ম্যাচটি। এবারো অ্যাওয়ে গোলে পিছিয়ে থাকায় কপাল পুড়ে চেলসির। সবশেষ ২০১৭-১৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শেষ ষোলোর প্রথম লেগে ড্র দেখেন মরিনহো। সেভিয়ার মাঠে গোলশূন্য সমতার পর ওল্ড ট্র্যাফোর্ডে ২-১ ব্যধানে হারে রেড ডেভিলরা।
উয়েফা মঞ্চে টটেনহ্যাম-লাইপজিগ এবারই প্রথম মুখোমুখি হচ্ছে। তবে গতবারও শেষ ষোলোতে স্পারদের প্রতিপক্ষ ছিল আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। দুই লেগ মিলিয়ে ৪-০তে জিতেছিল কোচ মাউরিসিও পচেত্তিনোর টটেনহ্যাম। সব প্রতিযোগিতায় নিজেদের শেষ তিন ম্যাচই জিতেছে তারা। আর বুন্দেসলিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লাইপজিগ সব প্রতিযোগিতায় শেষ চার ম্যাচে জিতেছে একটি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com