গত ১৬ বছরে সবকিছুর মতো স্বাস্থ্যখাতকেও ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: ডা. ফরহাদ

0

বাংলাদেশের স্বাস্থ্যখাত ধ্বংস হলে পার্শ্ববর্তী দেশ ভারতের লাভ হয় বলে মন্তব্য করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। তিনি বলেন, দেশের ভঙ্গুর স্বাস্থ্যখাতের জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে ১০ বিলিয়ন ডলার আয় করে ভারত। পার্শ্ববর্তী দেশকে প্রতিবছর ১০ বিলিয়ন ডলার আয় দেওয়ার লক্ষ্যে একটি মাস্টার প্ল্যান করে বিগত ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্যখাতকে দুর্নীতি করে ধ্বংস করে দিয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর মেডিকেল কলেজের শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর বিভাগীয় সাংগঠনিক সমাবেশের পূর্বে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।

ফরহাদ হালিম ডোনার বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দুর্নীতি করেও যদি স্বাস্থ্যখাতের উন্নতি করতো তাহলেও ভালো হতো। কিন্তু সেটাও করা হয়নি। বিএনপি সরকার ২০০৬ সালে স্বাস্থ্যখাতে যা করেছে গেছে তার থেকে উন্নতি তো হয়নি, বরং গত ১৬ বছরে সবকিছুর মতো স্বাস্থ্যখাতকেও ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার।

স্বাস্থ্যখাত ধ্বংসের উদাহরণ হিসেবে তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে জাতীয় ক্যান্সার হাসপাতালে ক্যান্সার চিকিৎসার জন্য চারটি লিনিয়ার মেশিন কেনা হয়েছিল। সম্প্রতি হাসপাতালে গিয়ে দেখা যায়, চারটি মেশিনই নষ্ট হয়ে পড়ে আছে। তার মানে জাতীয় ক্যান্সার হাসপাতালেও ক্যান্সারের চিকিৎসা হচ্ছে না। রংপুর মেডিকেল হাসপাতালের ক্যান্সার মেশিন নষ্ট। সারা দেশের ক্যান্সার মেশিন নষ্ট।

ড্যাবের প্রধান উপদেষ্টা বলেন, বিএনপি ও সমমনা দল ক্ষমতায় এলে আগামী ১০ বছরের জন্য স্বাস্থ্যখাতের উন্নয়ন নিয়ে পরিকল্পনা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ৩১ দফার মধ্যেও স্বাস্থ্যখাতের কথা বলা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com