প্রতিহিংসার রাজনীতি আমরা বিশ্বাস করি না: মঈন খান
প্রতিহিংসার রাজনীতি আমরা বিশ্বাস করি না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, এই সরকার তাদের অবস্থান দীর্ঘায়িত করলে এটা যৌক্তিক হবে না। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে বিএনপির পক্ষ থেকে শুরুতেই বলা হয়েছিল।
গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোমেনবাগে ডেমোক্রেসি অডিটোরিয়ামে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেন, গণতন্ত্রের জন্য দেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন। সর্বশেষ ২৪ এর আন্দোলনে যে নতুন সূর্যোদয় হয়েছে তা কোনোদিন আমরা অস্তমিত হতে দিতে পারি না।
তিনি আরও বলেন, ৫ আগস্ট আমরা যে মুক্তির আনন্দ উপভোগ করেছি এখন ছয় মাস পরে এসে সে আনন্দ উপভোগ করতে পারছি না।
মঈন খান বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা সবাই এটা চেয়েছিলাম। আজ কেন এই পরিস্থিতি তৈরি হলো? এমন প্রশ্ন রাখেন তিনি।
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুরের বাড়ি গুঁড়িয়ে দেওয়াকে ইঙ্গিত করে তিনি বলেন, ৫ ফেব্রুয়ারিতে যা ঘটলো আমার কাছে এক রাষ্ট্রদূত এ বিষয়ে জানতে চাইলেন। আমি বলেছি, এর বীজ বপন হয়েছিল বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ভেঙে দেওয়ার পর। তবে এজন্যই আমরা বলেছি, প্রতিহিংসার রাজনীতি আমরা বিশ্বাস করি না।
বাংলাদেশে সরকার চালানো ইংল্যান্ড, আমেরিকার সরকার চালানোর চেয়েও কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ছয় মাস, ছাত্র-জনতা এখন কোথায়? শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে দি মিলিনিয়াম ইউনিভার্সিটি।