‘ধর্মযুদ্ধ’ ছবির ট্রেলারে ভারতের সাম্প্রতিক রাজনীতির ভয়াল চিত্র
আরও একটি জমজমাট ছবি নিয়ে হাজির হতে যাচ্ছেন ওপার বাংলার আলোচিত নির্মাতা রাজ চক্রবর্তী। ‘ধর্মযুদ্ধ’ নামের এই ছবিতে ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি উঠে এসেছে। ইউটিউবে উন্মুক্ত ট্রেলারে তারই প্রমাণ পাওয়া গেল। ট্রেলার জুড়েই হিন্দু-মুসলিম বিভেদ ও সাম্প্রতিক সময়ের রাজনীতি এই সবকিছুকেই ধরতে চেয়েছেন পরিচালক।
সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলী, ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী, পার্নো মিত্র, সপ্তর্ষি মৌলিক ও স্বাতীলেখা সেনগুপ্তসহ আরও অনেকে। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন শুভশ্রী। ছবির পোস্টার ও টিজার নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল আগেই, এবার ট্রেলার মুক্তি পেতে দ্বিগুণ হল ছবি নিয়ে দর্শকের উৎসাহ বলে জানিয়েছে ভারতীয় মিডিয়া।‘পরিণীতা’-র পর রাজ চক্রবর্তী এই ছবি দিয়ে নতুন বছরে হাজির হতে যাচ্ছেন দর্শকের সামনে । ‘প্রলয়’ ছবিতে দর্শক যে পরিচালককে পেয়েছিলেন তিনি কিছুটা হলেও হারিয়ে গিয়েছিলেন ‘অভিমান’-এ। কিন্তু ‘ধর্মযুদ্ধ’-র ট্রেলার বলছে, আবারও সেই সাধারণ মানুষের বাঁচার গল্পেই ফিরছেন পরিচালক। এখনও মুক্তির দিন ঘোষণা না হলেও আগামী মাসেই মুক্তি পাবে এই ছবি।