চেলসির মাঠে জয়োল্লাস করল ইউনাইটেড

0

দুবার জালে বল পাঠিয়েও গোলের দেখা পেল না চেলসি। তাদের আরও দুটি প্রচেষ্টা ব্যর্থ হল পোস্টে লেগে।

অন্যদিকে, লক্ষ্যে থাকা দুই প্রচেষ্টাতেই সাফল্য পেয়ে দারুণ এক জয় তুলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড।স্ট্যামফোর্ড ব্রিজে সোমবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলে জিতেছে উলে গুনার সুলশারের দল। গোল দুটি করেন অঁতনি মার্সিয়াল ও হ্যারি ম্যাগুইয়ার।

গত আগাস্টে ইউনাইটেডের মাঠে ৪-০ গোলে হেরে লিগে যাত্রা শুরু করেছিল চেলসি। তেতো স্বাদ পেল দ্বিতীয় দেখাতেও। এই নিয়ে লিগে শেষ চার ম্যাচে জয়শূন্য রইলে তারা; দুটি করে হার ও ড্র। বিপরীতে, তিন ম্যাচ পর জয়ের দেখা পেল প্রতিযোগিতার সফলতম দলটি।

২৬ ম্যাচে ১০ জয় ও আট ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নবম হারের স্বাদ পাওয়া চেলসি ৪১ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে।

২৫ জয় ও এক ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।

২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লেস্টার সিটি আছে তিনে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com