এবার জন্মদিনে ভিলিয়ার্সকে ফেরার ‘নিমন্ত্রণ’
৩৬তম জন্মদিন উদ্যাপনের সময় কোচের থেকে মাঠে ফেরার বার্তা পেলেন সর্বকালের অন্যতম সেরা হার্ডহিটার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
দক্ষিণ আফ্রিকা দলের দায়িত্বে থাকা মার্ক বাউচার নিজেই বলেছেন, ‘ভিলিয়ার্স যদি খেলতে চান, যদি ফিট থাকেন, তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিবেচনা করা হবে।’
২০১৮ সালে আচমকা সব ধরনের ক্রিকেটকে বিদায় বলেন বিশ্বক্রিকেটে ‘৩৬০ ডিগ্রি’ বলে পরিচিত এই ব্যাটসম্যান। এরপর ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপে ফেরার চেষ্টা করে ব্যর্থ হন।
কয়েক মাস ধরে কোচের পাশাপাশি অধিনায়ক ফাফ ডু প্লেসিও তাকে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরানোর ব্যাপারে আলোচনা করছেন।
‘সে সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনা করছে। প্রকাশ্যেও কথা বলছে। কিন্তু আমাকে কিছু বলেনি,’ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারার পর বাউচার বলেন, ‘আমি এবিকে বলতে চাই সে ভালো ফর্মে থেকে যদি খেলতে চায় তাহলে আমরা তাকে নিতে বলব।’
বাউচারের কথায় বোঝা গেছে ভিলিয়ার্সকে খেলতে হলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, ‘যদি সে সবচেয়ে উপযুক্ত হয়, তাহলে অবশ্যই তার আসা উচিত। ইগোর মতো কোনো ব্যাপার এখানে নেই। ব্যাপার হল বিশ্বকাপে সেরা দল পাঠিয়ে প্রতিযোগিতায় জিতে আসা।’