রোনালদোকে ছাড়াই জুভেন্তাসের সহজ জয়

0

সিরি আ’তে রবিবার রাতে নিজেদের মাঠে জুভেন্তাস ২-০ গোলে হারিয়েছে ব্রেসিয়াকে।

এদিন একাদশে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। তবে জয় পেতে অসুবিধা হয়নি জুভেন্তাসের। ৩৮ মিনিটে পাওলো দিবালা এবং ৭৫ মিনিটে জুয়ান কর্দাদো গোল করেন।

এ ম্যাচ দিয়ে দীর্ঘ ৬ মাস পর মাঠে ফেরেন জুভেন্তাসের নিয়মিত অধিনায়ক জর্জিও চিলিনি। ম্যাচের ৭৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি।

প্রতিপক্ষের মাঠে শুরুটা ভালোই করেছিল ব্রেসিয়া। তবে ৩৭ মিনিটে ফ্লোরিয়ান আয়ে মাঠ ছাড়েন লাল কার্ড দেখে। ফ্রি কিক থেকে জুভেন্তাসকে এগিয়ে নেন দিবালা। আর দশজনে পরিণত হয়ে ব্রেসিয়াও ভেঙে পড়ে।

২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল জুভেন্তাস। তবে ২৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইন্তার মিলানের রাতেই রয়েছে শীর্ষে ফেরার সুযোগ। লাৎসিওকে হারালেই ফের শীর্ষে ওঠে যাবে তারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com