ট্রাম্পের দাবি মিথ্যা, জনপ্রিয়তার শীর্ষে রোনালদো

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ফেসবুকে জনপ্রিয়তায় তিনিই এক নম্বরে। তার পরেই রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তবে ট্রাম্পের এ দাবি সত্য নয়। ফেসবুকের তথ্য প্রমাণ বলছে অন্য কথা।ট্রাম্প নিজেকে জনপ্রিয়তার শীর্ষে দেখাতে চাইলেও বাস্তবে এক নম্বরে আছেন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার ফেসবুক পাতায় লাইক সংখ্যা ১২২,৪১২,৮৫৩টি। এর পরেই রয়েছে দুই বিশ্বখ্যাত ফুটবল দল রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। ট্রাম্পের থেকে মোদির ফেসবুক পেজে লাইক ও ফলোয়ারের সংখ্যা প্রায় দ্বিগুণ। এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক পেজে লাইক রয়েছে ২৫,৯৬৭,২৩৩টি। সেখানে নরেন্দ্র মোদির পেজে লাইক ৪৪,৬২৩,২৯১টি।

উল্লেখ্য, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানিয়েছে, ‘আমার মনে হয়, এটা বিরাট সম্মান! মার্ক জাকারবার্গ সম্প্রতি জানিয়েছেন, ডোনাল্ড জে ট্রাম্প ফেসবুক-এ ১ নম্বরে। ২ নম্বরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী দু সপ্তাহের মধ্যেই আমি ভারতে যাচ্ছি। এই সফরের জন্য দিন গুণছি এখন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com