তরুণদেরকে আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান হতে আহবান জানালেন ইরানের সর্বোচ্চ নেতা

0

শনিবার ইরানের শোকগাথা বর্ণনাকারীদের এক সমাবেশে এ আহবান জানান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি।তিনি বলেন, শত্রুদের বিভিন্ন থিঙ্কট্যাঙ্ক এবং গণমাধ্যম যুক্রতরাষ্ট্রের মোকাবেলায় ইরানি জাতিকে নত হওয়ার জন্য উসকানি দিচ্ছে। কিন্তু আল্লাহর রহমতে এখন পর্যন্ত ইরানি জাতি তা মোকাবেলা করে এসেছে এবং ভবিষ্যতেও করবে। তবে এ জন্য সমাজে বিশেষ করে তরুণদের বিরতিহীনভাবে আধ্যাত্মিক শক্তি যোগাতে হবে।

ইরানের সর্বোচ্চ নেতাবলেন, ইরানি কমান্ডার কাসেম সোলায়মানি, ইরাকি কমান্ডার আবু মাহদি আল মোহান্দেস ও তাদের সঙ্গীদের শেষ বিদায় ও জানাজা অনুষ্ঠান ইরানসহ বিভিন্ন দেশে বিশাল ঘটনায় রূপ নিয়েছে।

খামেনি আরও বলেন, শহীদদের স্মরণে আয়োজিত শোকানুষ্ঠানে কান্না দুর্বলতার নিদর্শন নয় বরং তা সম্মান, শক্তি ও সাহসিকতার প্রকাশ। সেই ইমামদের যুগ থেকেই শহীদদের স্মরণে শোকানুষ্ঠানের আয়োজন করে কান্নার সংস্কৃতি শুরু হয়েছে।

ইরানে শহীদদের স্মরণে আয়োজিত শোকানুষ্ঠানে সাধারণত একজন শোকগাথা বর্ণনা করেন এবং অন্যরা কাদেন। এসব শোকগাথায় শহীদের নানা ত্যাগ-তিতিক্ষা এবং শহীদ হওয়ার ঘটনার বর্ণনা থাকে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com